সেক মোহাম্মদ আফজাল
মফস্বল সম্পাদক
বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের কৃষি কাজ করার জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ তিনি আরও বলেন বিগত আওয়ামী লীগের আমলে নগরকান্দা, সালথা উপজেলায় তেমন কোন উন্নয়ন মুলক কাজ হয়নি, আমার বাবা কে এম ওবায়দুর রহমান নগরকান্দা, সালথা উপজেলাবাসীর সেবা করেছেন যদিও সকল প্রকার সেবা এবং উন্নয়ন করতে পারে নাই তাই আমার বাবার অসমাপ্ত কাজগুলো আমি যেন করতে পারি সেজন্য আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে কথা বলার সুযোগ দিবেন।
১৪ জানুয়ারী বুধবার বেলা ৩ টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের এস্কেনদার কাজীর বাড়ীতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ , ডাঙ্গী ইউনিয়ন বিএনপি অংগ সংগঠন কতৃক আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহিজউদ্দীন চোকদার।
বিশেষ অতিথি ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি, শওকত আলী শরীফ,
স্মরণসভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী নাইমুল ইসলাম মুশা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (জাসাস) নগরকান্দা উপজেলা আহবায়ক মোঃ জহিরউদ্দিন চোকদার লুলু,
রামনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছালাম বেপারী, ফুলসুতী ইউনিয়নের বিএনপি নেতা ডাঃ মাসুদুর রহমান, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কুটি কাজী, সেনাবাহিনীর অব: কর্মকর্তা মোহাম্মদ আলী, শাজাহান মৃধা, আয়ুব বেপারী, ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোঃ আক্কাস শিকদার, যুবদলের সভাপতি আবুল মাতুব্বর, জয়নাল সরদার , ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাচান, সদস্য জাকির হোসেন, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও নগরকান্দা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সাইফুল চোকদার, ডাঙ্গী ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ চৌধুরী, উকিল শেখ, ওহাব মাতুব্বর, সাবেক ছাত্রনেতা লিটু মিয়া প্রমুখ।
স্মরণসভায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়।

