ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. ইতিহাস
  5. কালিহাতী
  6. খেলা
  7. জাতীয়
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সর্বশেষ
 
আজকের সর্বশেষ খবর

ফরিদপুরে বৈষম্য বিরোধী ‌ ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল

dailytodonto
জানুয়ারি ১৪, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ আরিফ শেখ ,ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‌ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‌‌ ফ্যাসিবাদের চিহ্নিত দোসর ‌ আরিফুর রহমান দোলন, এবং আবুল বাশার খান ‌ এর জাতীয় সংসদ নির্বাচনে ‌ অংশগ্রহণ ‌ আওয়ামী সন্ত্রাসীদের ‌ রাজনৈতিক দলে ‌ পুনর্বাসনের প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যায় ‌ ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে ‌ একটি মশাল মিছিল শহর প্রদক্ষিণ করে ইমামুদ্দিন স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়।
বৈষম্য বিরোধী আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আনিসুর রহমান সজল।
বক্তারা গত ১৭ বছর ‌ ‌‌ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন ‌
গত ১৭ বছরে ‌ যেভাবে ‌‌আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের উপর হামলা করেছে ‌ মামলা করেছে ‌ আপনারা সেসব কথা ‌ভুলে গেছেন। এখন তাদেরকে নিয়ে দলে ভিড়ছেন ‌ এটা অত্যন্ত লজ্জার।
বক্তারা বলেন ‌
দেশে কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না।
জুলাই গণঅভ্যুত্থানে ‌১৪০০ শহীদের ‌ রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আওয়ামী সুবিধাভোগি ‌ ব্যবসায়ীরা নির্বাচনে আসবে ‌ এটা কোন ভাবে মেনে নেয়া যায় না। এদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে ‌ প্রতিহত ‌ করতে হবে।
বক্তারা বলেন ‌ আসন্ন ‌ ত্রয়োদশ ‌ জাতীয় সংসদ নির্বাচনে ‌ আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ী ‌ ‌ আরিফুর রহমান দোলন ‌ আবুল বাশার কে ‌ কোনরকম ভাবেই ‌ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না ।এদেরকে প্রতিহত করা হবে।এছাড়া তারা যাতে ‌ নির্বাচনে কোনভাবেই ‌ অংশগ্রহণ করতে না পারে ‌ এ ব্যাপারে ‌ প্রশাসন কে ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহ্বান করেন ।
বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‌ শহীদ আদনান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ‌বিচারের দাবি করেন।

Visited ৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।